রাজ্যের খবর
Trending

ভোজালির কোপে আহত যুবক, মারামারি থামাতে গিয়ে রক্তাক্ত ব্যক্তি

Bhojali's Wounded Youth, Bloody Man to Stop Fight

The Truth Of Bengal: দুই যুবকের মারামারি থামাতে গিয়ে ভোজালির কোপে আহত যুবক।ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ রায়পুর পিরপুর এলাকায়।

২২ তারিখ রাত্রি ১১ টার সময় পিরপুর এলাকায় দুই যুবকের মধ্যে গন্ডগোলের জেরে  চিৎকার চেঁচামেচি শুরু হয়। কিছুটা দূরে বাড়ির সামনে শেখ কচি নামে এক যুবক বসে থাকতে থাকতে গন্ডগোলের মাঝে এসে থামাবার চেষ্টা করে,তখন অভিযুক্ত যুবক সায়ন বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে দেখে যার সঙ্গে ঝগড়া হচ্ছিল সে পালিয়েছে সেই রাগে পড়ে গন্ডগোল থামানোর যুবকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।

গুরুতর আহত অবস্থায় রাত্রে এলাকার চিকিৎসকের কাছে চিকিৎসা করার পর আজ গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়, ধলাহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করে, তবে অভিযুক্ত যুবক গতকাল রাত থেকে পলাতক।

Free Access

Related Articles