ভান্ডার অঞ্চলের বাঘন হাট কমিটির নির্বাচন এবং ফলাফল, ভোটের ফল নিয়ে উচ্ছ্বসিত সকলে
Bhandar Region Baghan Hat Committee Election and Results, Everyone is excited about the results of the polls

The Truth Of Bengal : হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬ টির মধ্যে ৯ আসনে জয়ী হয়ে কালিয়াগঞ্জের বাঘন হাট পরিচালন কমিটির দখল নিশ্চিত করল তৃণমূল সমর্থকরা। সোমবার ছিল ভান্ডার অঞ্চলের বাঘন হাট কমিটির নির্বাচন এবং ফলাফল ঘোষণা। ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বাঘন হাট কমিটির এই নির্বাচন সম্পূর্ণ ভাবেই অরাজনৈতিক। কিন্তু, এই নির্বাচনে ১৬ টি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূলের সমর্থকরা।
অন্যদিকে, বিজেপি সমর্থকরা ১১ এবং নির্দল ৫ টি আসনে প্রার্থী দিয়েছিল। বাঘন হাট কমিটির নির্বাচনের ভোটার তালিকায় প্রায় ৪ হাজার ভোটার ছিল। এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তা মধ্য দিয়ে নির্বাচন হয়। নির্বাচনের ফলাফল বেরহবার পড় তৃণমূল কর্মীরা বিজয় উল্লাসে মেতে উঠে।
এদিন বিজয় উল্লাসে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধক্য নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রাম দেব সাহা,অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষ সহ অন্যান্যরা।
FREE ACCESS