রাজ্যের খবর

শহর ছাড়িয়ে জেলায় বাজি মেলা, ক্রেতা-বিক্রেতাদের উৎসাহ তুঙ্গে

Cooch Baji Mela

The Truth of Bengal: শহর ছাড়িয়ে এবার জেলা। কোচবিহার রাসমেলা ময়দানে শুরু হতে চলেছে বাজিমেলা। কোচবিহার পুরসভার উদ্যোগে এবং ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শুরু হতে চলেছে বাজি মেলা। এর আগে দেখা গিয়েছে দীপাবলির আগে বিভিন্ন জায়গায় অনিয়ন্ত্রিত ভাবে বাজি বিক্রি করা হতো। তাতে নানা ধরনের দুর্ঘটনার ঘটে। যে কোনও সময় একটা দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে ব্যবস্যা করতেন বাজি ব্যবসায়ীরা।

কিন্তু এবার প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাতে ব্যবসায়ী সমিতি খুশি। দীপাবলির আগে ব্যবসার জন্য বাজি বিক্রেতারা নির্দিষ্ট জায়গা পাচ্ছেন। বড় মাঠে এবার খোলামেলা জায়গায় ক্রেতারা বাজি কিনতে পারবেন। ব্যবসায়ী ও ক্রেতাদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ।বাজি মেলার জন্য প্রশাসন রাস মেলা ময়দানকে বেছে নিয়েছে।

বড় মাঠ হওয়ায় সেখানে যদি কোনওরকম দুর্ঘটনা ঘটে, তা হলে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারবে দমকল। সরকারি ভাবে বাজিমেলার উদ্যোগ নেওয়ায় বাজি বিক্রেতারা খুশি। ক্রেতারাও এজ জায়গায় পেয়ে যাবেন নানারকমের বাজি। সব মিলিয়ে জমে উঠতে চলেছে কোচবিহারের রাসমেলা ময়দানের বাজি মেলা। স্টল বানানোর কাজ তুঙ্গে। জেলায় এই প্রথম বাজি মেলা নিয়ে ক্রেতা-বিক্রেতাদের উৎসাহ তুঙ্গে।

free Access

Related Articles