নজিরবিহীন ঘটনা, লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে আছে ১০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী
Before the Lok Sabha elections, the state has a central force of 100 companies

The Truth Of Bengal : এখনও ভোট ঘোষণা হয়নি। তবে ভোটের দামামা রীতিমতো বেজে উঠেছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১ মার্চ ১০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। এরপর ৭ই মার্চ আসছে আরও ৫০ কোম্পানির বাহিনী। তবে এই বিষয় নিয়ে রীতিমত তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। তার কারণ ভোট ঘোষণা তো হয়নি। এমনকি ভোটের আগে রাজ্যের রাজ্যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ ঘোরে, সেটিও এখনও এরাজ্যে আসেনি। তার আগেই বাংলায় ঢুকে পড়ছে কেন্দ্রীয় বাহিনী। অতীতে এমন ঘটনা ঘটেছে কিনা তা জানা নেই। ফলো তো, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নজির বিহীন বলে মনে করছেন বিভিন্ন মহল।
জাতীয় নির্বাচনের ফুল বেঞ্চ ৩ মার্চ রাজ্যে আসবেন। সর্বদলীয় বৈঠক করার কথা রয়েছে তাদের। ভোট প্রস্তুতি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে বৈঠকে বসবেন তারা। একই সঙ্গে রাজ্যের প্রাক নির্বাচনী পরিস্থিতি খুঁটিয়ে দেখবেন। ঠিক সেই মতো কত কী কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, কি কি নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ করা প্রয়োজন রয়েছে তারও একটি প্রস্তুতি চলবে।
তবে এবার তার আগেই রাজ্যে ১০০ কোম্পানির বাহিনী আসছে। শুধু এটিই থেমে থাকল না নির্বাচন কমিশন। এরপর আরো ৫০ কোম্পানির আছে আসবে। এর আগে বিধানসভা ভোটে এই ছবি দেখা গেলেও লোকসভা ভোটে এমনটা সত্যিই নজিরবিহীন। যদিও প্রথমেই বলা হয়েছিল এ রাজ্যে ৯২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর কথা। সেখান থেকেই প্রথম ধাপে ১০০ এবং পরে ৫০ কোম্পানি পাঠানো হচ্ছে। যদিও এই বাহিরে কিভাবে কাজ করবে, তাদের আয়তায় কাজ করবে সে সম্পর্কে এখনো কিছুই স্পষ্ট করে জানায়নি নির্বাচন কমিশন। প্রসঙ্গত মার্চ মাসের শুরুতেই ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। মাছের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তা ঘোষণা হতে পারে। এ রাজ্যে আশি হাজারের বেশি বুথ রয়েছে। সম্পূর্ণ রাজ্য জুড়ে প্রত্যেকটি বুথেই বাহিনীর মোতায়েন রেখে ভোট হবে।
FREE ACCESS