রাজ্যের খবর

প্রেমে প্রত্যাখ্যানের জের, চলন্ত বাসে নাবালিকার গলায় ছুরির কোপ যুবকের

Because of rejection in love, a young man stabs a minor girl in the throat of a moving bus

Truth Of Bengal: পূর্ব বর্ধমান, মনিরুল ইসলাম: কাটোয়া মহকুমার কেতুগ্রামের কোমরপুরের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। মাসির সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন। চলন্ত বাসে হঠাৎ করেই ওঠে, মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরেই মেয়েটির উপর হামলা চালায় ওই যুবক।

ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্রীর। চলন্ত বাস থেকেই লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস-সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে।

কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ছাত্রীর পরিবার সূত্রে খবর, ছাত্রীর বাড়ি কাটোয়ার হরিপুর গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা বাবু শেখ। সে কেরলায় কাজ করে। মাস ছয়েক আগে সে বাড়িতে ফেরে। তার পর থেকেই জ্যোতির পিছু নেয়। ক্রমাগত তাকে ফলো করতে থাকে। স্কুল, টিউশন যেখানেই জ্যোতি যেত সেখানেই চলে যেত বাবু।

সম্প্রতি মাসির বাড়িতে এসেছিল জ্যোতি। সেখানেও সে পৌঁছে যায়। আজ যখন মাসির সঙ্গে জ্যোতি ব্লক অফিসে গিয়েছিল সেখানেও সে হাজির হয়। কিন্তু ফেরার পথে জ্যোতি কিংবা তার মাসি লক্ষ্য করেনি যে কখন বাবু তাদের পেছনের সিটে এসে বসেছে। কাঁদরা থেকে বাসটি যখন কোমরপুরের কাছে আসে তখনই বাবু জ্যোতির গলায় ছুরি চালিয়ে দেয়। এরপর সে বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়।

Related Articles