রাজ্যের খবর

পুলিশকে বেধড়ক মার সন্দেশখালিতে!

The Truth Of Bengal: আবার খবরের শিরোনামে সন্দেশখালি। সন্দেশখালি থানার অন্তর্গত শীতলিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালাল একদল দুষ্কৃতী। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন এক পুলিশ কনস্টেবল। পুলিশ সূত্রে জানা গিয়েছে লোহার রড নিয়ে দুষ্কৃতীরা এই ক্যাম্পে হামলা চালায়। সেই সময় ক্যাম্পের ভেতর ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। দুষ্কৃতীদল ক্যাম্পে ঢুকে পড়ে লোহার রড দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করে। গুরুতর জখম ওই পুলিশ কনস্টেবলকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনাই তিনজনকে আটক করেছে পুলিশ। এমনিতেই বেশ কয়েক মাস ধরে চরম উত্তেজনায় রয়েছে সন্দেশখালীর একাধিক এলাকায়। গ্রামবাসীদের আন্দোলনে জেরে অনেকটাই ব্যাকফুটে চলে যেতে হয় পুলিশকে। এই মুহূর্তে সন্দেশখালিতে ভোটের উন্মাদনা রয়েছে। সন্দেশখালির আন্দোলনকারী রেখা পাত্রকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এরই মধ্যে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনা।

এই হামলার পিছনে কোন রাজনৈতিক মদত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। কী উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীরা ওই পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Related Articles