রাজ্যের খবর

“অনেক সহ্য করেছি, FIR করছি, ব্যবস্থা নেব”- ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন দেব

"Beared a lot, filing FIR, action will be taken" - Dev opens up on viral audio

The Truth of Bengal: লোকসভা ভোটের জোরদার প্রস্তুতি চলছে। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভার নির্বাচন। জোরদার নির্বাচনী প্রস্তুতি চালাচ্ছেন ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। এই প্রচারের মাঝেই একটি ভাইরাল অডিও ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ভাইরাল অডিও হাতিয়ার করা হয়েছে। বিজেপি প্রার্থী হিরন সেই অডিও নিয়ে তৃণমূল প্রার্থী দেবকে বিভিন্ন সভায় আক্রমণ করে চলেছেন। এই নিয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূল প্রার্থী। রাজনৈতিক কলুসিতা নিয়ে সোচ্চার হলেন। দেব বলেন আর সহ্য করবেন না। এবার ব্যবস্থা নেবেন।

এই অডিও নিয়ে এফ আই আর করবেন দেব। দেব বলেন, “অনেক সহ্য করেছি, FIR করছি, ব্যবস্থা নেব। ভাইরাল অডিও যে ভাইরাল করেছে আমি আজকেই এফআইআর করছি। রাজনীতিতে এমন হয়ে গিয়েছে কটু কথা বিজেপির ট্রাডিশনাল হয়ে গিয়েছে।” শনিবার পাঁশকুড়ায় ভোট প্রচারে অংশ নেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী (দেব)। এদিন জনস্রোতে ভাসেন তিনি। রাজ্য রাজনীতিতে এক অন্য আঙ্গিকের জন্ম দিয়েছেন দেব।

রাজনীতির দুর্বিত্তায়নের প্রতিবাদ জানিয়েছেন বারে বারে। রাজনীতিতে কটু কথার প্রতিবাদ জানিয়েছেন। দলমত নির্বিশেষে সব দলের ভালো দিকের প্রশংশা করেন সবসময়। আবার খারাপ দিক গুলো নিয়ে সরব হন সবসময়। সেই দেবকে নিয়ে অডিও ভাইরাল হয়েছে। বিজেপি কালিমালিপ্ত করতে চাইছে তৃণমূল প্রার্থী সম্পর্কে। এই নিয়ে এবার গর্জে উঠলেন দেব। ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিলেন।

Related Articles