রাজ্যের খবর

এসি ব্যবহারে সাবধান হন! মানিকতলার অগ্নিকাণ্ড সেই বার্তা দিল

Be careful when using AC! The Manikatala fire gave that message

The Truth Of Bengal : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে 188 B মানিকতলা মেন রোড বউতাল এলাকায়। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবসি।

সুত্রের খবর, ৮:৫৫ নাগাদ 188 B মানিকতলা মেন রোড বউতাল এলাকার একটি আবাসনের সাত তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপর স্থানীয়রা আগুন দেখেই প্রথমে তারা নিজেরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে না এলে এলাকাবাসীরা দমকলে খবর দেয়। কিছুক্ষনের মধ্যে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুনের লেলিহান এতটাই ভয়ংকর ছিল যে আগুন নিয়ন্ত্রনে আনতে প্রথমে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এরপর দীর্ঘ দু’ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনায় হতাহতের কোনও খবর নেই তবে দমকলের অনুমান এসিতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। তবে ঠিক কি কারনে ওই আবাসনে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

 

Related Articles