রাজ্যের খবর

ভাত দিতে দেরি করায় স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে খুন! গ্রেফতার স্বামী

Basirhat incident

The Truth of Bengal:  ভাত দিতে দেরি করায় স্ত্রীকে কুপিয়ে খুন। বসিরহাটের স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামের ঘটনা। পুলিশ সুত্রের খবর, পাটের দড়িতে বেঁধে বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় স্বামী সাত্তার মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ  তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বছর ৬০ এর সাত্তার মোল্লা পেশায় কৃষক।

চাষ করে মাঠ থেকে বাড়ি ফিরে স্ত্রী বছর ৫৫ এর তোহারা বিবির কাছে ভাত চায় । সেই ভাত দিতে দেরি হওয়ায় বচসা বাঁধে দু’জনের মধ‍্যে। তারপর পাটের দড়ি দিয়ে স্ত্রীকে বেঁধে বটি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে স্বামী। স্থানীয় বাসিন্দারা এই খবর জানতে পেরে রক্তাক্ত অবস্থায় তোহারাকে  উদ্ধার করে প্রথমে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে ওই গৃহবধূর মৃত্যু হয়।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। সাত্তার মোল্লার বিরুদ্ধে এর আগেও স্ত্রীকে মারধরের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ স্বামী সাত্তার মোল্লাকে গ্রেফতার করেছে। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। প্রশ্ন উঠছে, শুধুই কি ভাত দিতে দেরি হওয়ায় এই ঘটনা? না এর পিছনে অন্য কোন কারণ আছে? সবটাইর তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

Free Access

Related Articles