রাজ্যের খবর

পতাকা দেখে বলে দিল ১০০ দেশের নাম, বিশ্ব রেকর্ড বসিরহাটের শিশু কন্যার

Basirhat girl sets world record by telling names of 100 countries by looking at flags

Truth Of Bengal: ১ মিনিট ২৯ সেকেন্ডে ১০০ টি দেশের পতাকার নাম বলে দেয় এক শিশু। ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের খাতায় জায়গা করে নিল বসিরহাটের ৩ বছরের শিশু কন্যার বিরল কৃতিত্ব। বয়স মাত্র ৩ বছর এখনো গুছিয়ে কথা বলতে শেখেনি ওই খুদে। তাতে কি? মাত্র ১ মিনিট ২৯ সেকেন্ডে ১০০ টি পতাকা  দেখে দেশের নাম বলে তাক লাগিয়ে দিল ছোট্ট জিসা।

বিরল কৃতিত্বের স্বীকৃতি পেল শিশু কন্যা, গর্বিত বসিরহাট বাসী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করা ছোট্ট জিসার বাবা পেশায় শিক্ষক। জয়দেব সরকার ও পায়েল সরকারের কন্যা জিসা সরকার মাত্র ১ মিনিট ২৯ সেকেন্ডে ১০০ টি পতাকা দেখে দেশের নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডস এ নাম তুলল।

চলতি বছরের ৩০শে অক্টোবর  আবেদন করা হয়েছিল। তারপর মোবাইলে ভিডিওর মাধ্যমে পরীক্ষা দেয় ওই খুদে। এই ছোট্ট শিশু কন্যার বিরল কীর্তির সাক্ষী থাকল গোটা রাজ্য। ১৮ই ডিসেম্বর তাকে শংসাপত্র, মেডেল সহ স্মারক তুলে দেওয়া হয়। এর ফলে স্বাভাবিকভাবে খুশি জিসার পরিবার-সহ এলাকাবাসী।

Related Articles