রাজ্যের খবর

রবিবার চালু হল বারুইপুর থেকে ঝড়খালি,গদখালি, চুনাখালি বাস পরিষেবা

Baruipur bus service started from Baruipur, Gadkhali, Chunakhali bus service

Truth Of Bengal: এবারে মানুষ সহজে পৌঁছবে সুন্দরবনে। ফের চালু হল বারুইপুর থেকে ঝড়খালি,গদখালি, চুনাখালি বাস পরিষেবা। দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষকে ক্যানিং যেতেই হয়রান হতে হচ্ছিল।

বারুইপুর থেকে ক্যানিং যেতেই অটো ভাড়া পড়তো ৫০ টাকা। এখান থেকে আবার গাড়ি পাল্টে ঝড়খালি, গদখালি কিংবা চুনাখালি যেতে হতো। যেমন প্রচুর সময় নষ্ট হতো, তেমনি লাগতো প্রচুর গাড়ি ভাড়া।

তবে এবারে মানুষ সরাসরি বারুইপুর থেকে গদখালি,ঝড়খালি কিংবা চুনাখালী যেতে পারবে। এই বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে বলে জানান বাস মালিক সংগঠন।

পাশাপাশি ৪৬ টি বাস চলবে এই তিনটি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন। এদিন তিনটি রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগণা আইএনটিটিইউসির সভাপতি শক্তিপদ মন্ডল, বারুইপুর পৌরসভার পৌর প্রধান গৌতম কুমার দাস, হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের উপপৌড় প্রধান কমল মিত্র, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপৌড় প্রধান সুরজিৎ পুরকাই সহ একাধিক ব্যক্তিত্ব।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, চালকদের সতর্ক করে গাড়ি চালাতে হবে। কোনো ভাবেই এই পরিষেবা বন্ধ করা যাবে না।

প্রসঙ্গত, কয়েক বছর আগে বাস পরিষেবা চালু হলেও যাত্রী না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবা। বর্তমানে এই তিনটি রুটের বাস চলাচল দীর্ঘ প্রসারী হবে বলে আশাবাদী বেসরকারি বাস মালিক সংগঠন।

Related Articles