
The Truth of Bengal: অতিরিক্ত ভিড়ে ভেঙে গেল বারাসাতের পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজোর মঞ্চ। আর সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্ট সময়ের পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল মণ্ডপের দরজা। তবে কোন হতাহতের খবর নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে মণ্ডপ সাড়াইয়ের কাজ চলছে, তাই মঞ্চ ঠিক হয়ে গেলেই ফের খুলে যাবে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপের দরজা।
আসলে কালিপুজোতে বারাসাতে বরাবরই উপচে পড়া ভিড় হয়। বিশেষ করে দুরদুরান্ত থেকে বহু মানুষ এই পাইওনিয়ারের মণ্ডপসজ্জা দেখতে চলে আসে। এবার বারাসাতের অন্যতম ক্রাউড পুলারের মণ্ডপের থিম হ্যারি পটার ও তাঁর জাদু স্কুল হগসওয়ার্ট। ফলে প্রচুর মানুষ সোমবার রাতে ভিড় করেছিল ঠাকুর দেখতে। আর তখনই বিপদ ঘটে। মণ্ডপের মঞ্চ ভেঙে যাওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তারপরই দর্শনার্থীদের নিরাপত্তাকে মাথায় রেখে বন্ধ হয়ে যায় মণ্ডপের গেট।
উদ্যোক্তাদের দাবি, ফ্লোর সামান্য বসে গিয়েছে, তাই বন্ধ করে মেরামতের কাজ চলছে। এদিক মঞ্চ বসে যাওয়ার পরেই ঘোষণা করে দেওয়া হয়, হ্যারিপটার জাদুনগরী অর্থাৎ হগওয়ার্টস ক্যাসেল থিমের মণ্ডপে আজ আর প্রবেশ করা যাবে না। আশা করা যায় মঙ্গলবার হ্যারিপটার জাদু নগরী সকলের জন্য খুলে দেওয়া হবে।
Free Access