দেড় হাজার টাকায় চন্দ্রযান -৩,ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান! তাও আবার বাঁকুড়ায়।
Chandrayan 3 At Bankura

Truth Of Bengal: দেড় হাজার টাকায় চন্দ্রযান -৩,ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান!একইসঙ্গে তিনটে মডেল বানিয়ে চমকে দিয়েছেন স্কুল ছাত্র। চন্দ্রযান -৩,ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের মডেল তৈরি করে তাক লাগালেন বাঁকুড়া হিন্দু হাইস্কুলের পড়ুয়ারা। বিজ্ঞানের সাফল্যকে মানুষের সামনে তুলে ধরতে ছাত্রদের হাতের দক্ষতার প্রমাণ মিলছে। পুরো প্রোজেক্টের জন্য খরচ দেড় হাজার টাকা।
হাতে চাঁদ পেয়েছে ভারত।.অনেকেই খুশি হয়ে ভারতের সেই সফল চন্দ্রযান অবতরণের ঘটনায়। অভিনন্দন বন্যায় ভাসেন ইসরোর বিজ্ঞানীরা।২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে যে ইতিহাস তৈরি হয়,তার গবেষণা,অনুসন্ধান চলছে।নতুন কিছু করার মানসিকতা নিয়ে সৃষ্টির জগতে মগ্ন হওয়ার উত্সাহ পাচ্ছেন অনেকেই।এবার নতুন কিছু করার সেই ভাবনা নিয়ে চন্দ্রযানের মিনি সংস্করণ সামনে আনল বাঁকুড়া হিন্দু হাইস্কুলের ছাত্ররা।স্বপ্ন ছোঁয়ার পর ইসরোর প্রধানকে চন্দ্রযান-৩-এর একটি মডেল উপহার দেয় খুদে প্রতিবেশী। সোশাল মিডিয়ায় সেটি পোস্ট করেন ইসরোর বিজ্ঞানী পিভি ভেঙ্কিটকৃষ্ণাণ।কিন্তু বাঁকুড়ার হিন্দু হাইস্কুলের ছাত্রদের ইচ্ছে থাকলেও সেই লক্ষ্যে যাওয়া হয়নি।তবু তারা চাঁদের জগতে পাড়ি দেওয়ার ইচ্ছে নিয়ে বানিয়ে ফেলেছে আস্ত একটি মডেল। চন্দ্রযান -৩,ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের মডেল তৈরি করে চমক দিয়েছেন।
বাঁকুড়ার বিজ্ঞান গবেষকও ইসরোয় সাফল্যের ছাপ রেখেছেন।সাফল্যের সেই সিঁড়ি বেয়ে এই লালমাটির জেলার ছাত্র-ছাত্রীরা লক্ষ্যে পৌঁছাতে চায়।বাঁকুড়া হিন্দু হাইস্কুলের পড়ুয়ারাও তাই চাইছেন,আলাদা কিছু করে দেশের মুখ উজ্বল করতে।
Free Access