রাজ্যের খবর

বারুইপুরে কোটি টাকার নিষিদ্ধ মাদক-সহ নগদ টাকা উদ্ধার, ঘটনাস্থলে এসটিএফ

Banned drugs and cash worth crores seized in Baruipur, STF on the spot

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, বারুইপুর: মঙ্গলবার বারুইপুরের খোদার বাজারের মণ্ডল পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করা হল প্রায় এক কোটির নিষিদ্ধ মাদক-সহ লক্ষাধিক নগদ টাকা। এদিন বারুইপুর পুলিশকে সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওই বাড়িতে তল্লাশি চালায়। ওই চার তলা বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের বলে পুলিশ সূত্রে খবর।

গত এক বছর ধরে ওই বাড়ির এক তলায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে মোকলেশ শেখ নামের এক ব্যক্তি ভাড়ায় থাকতেন। তিনি উস্থির বাসিন্দা। মঙ্গলবার এই মোকলেশের ঘর থেকেই নিষিদ্ধ মাদক-সহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, মোকলেশ ওই এলাকায় একটি দোকান চালাতেন। এলাকার লোকজন তাঁদের যাতায়াত করতে দেখলেও সেভাবে পরিচয় নেই বলে জানিয়েছে।

সূত্র মারফত জানা যায়, চোরা মাদক চালানের কাজ করত ওই মোকলেশ। তাঁর শাশুড়ি সেরিনা বিবি এই কাজে তাঁকে সাহায্য করতেন। ওই মহিলা মাদক বাহক হিসেবে কাজ করতেন। এদিন পুলিশের কাছে খবর আসে যে, বড় পরিমাণ মাদক নিয়ে সেরিনা ওই বাড়িতে গিয়েছে। এরপরই অভিযান চালিয়ে মোকলেস ও তাঁর শাশুড়িকে হাতেনাতে ধরে পুলিশ ও এসটিএফ।

Related Articles