রাজ্যের খবর
বসিরহাটে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ, গ্রেফতার পাচারকারী
Banned cough syrup recovered in Basirhat, smuggler arrested

Truth Of Bengal: নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার পাচারকারী। এনডিপিএস মামলা রুজু করে আদালতে পাঠালো পুলিশ। গোপন সংবাদের সূত্র ধরে স্বরূপনগর থানার পুলিশ বিথারী বলফিল্ড সংলগ্ন এলাকা থেকে এক পাচারকারীকে গ্রেফতার করে। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় ৬৫ বোতল ফেনসিডিল। গ্রেফতার হওয়া ওই পাচারকারীর নাম নাজিমুল ইসলাম। বাড়ি মাটিয়া থানা এলাকার আখিপুরে।

পুলিশ সূত্রে জানা যায়, সে সীমান্তবর্তী এলাকায় এসে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে ঘোরাফেরা করছিল। পাচার করার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার পুলিশ ওই পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করে। এরপর তাকে বারাসাত আদালতে সাতদিনের হেফাজতে পাঠায়। এরপর নিজেদের হেফাজতে নেওয়ার জন্যও আবেদনও জানিয়েছে আদালতের কাছে।
