
The Truth of Bengal: বাইক চুরি কাণ্ডে বড় সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে জেলা পুলিশের ডিএসপি, ডিএনটি সুপ্রকাশ দাস বলেন, ইতিমধ্যে এই বাইক চুরি চক্রের দু’জনকে গ্রেফতার করার পাশাপাশি ছ’টি বাইক উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে তিনি আরো বলেন, পূজোর পর থেকে বাঁকুড়া সদর থানা ও ওন্দা থানা মিলিয়ে মোট চারটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্তে নেমে গত ২৫ ডিসেম্বর ওন্দার রতনপুর গ্রামের শ্রীকান্ত মিশ্রকে গ্রেফতারের পাশাপাশি দু’টি বাইক উদ্ধার করা হয়। ঘটনার সূত্র ধরেই আরো চারটি বাইক উদ্ধারের পাশাপাশি শুক্রবার আরো এক জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরো অনেকের জড়িত থাকার পাশাপাশি বাইক উদ্ধারের সম্ভাবনা আছে বলে তিনি জানান।
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাঁকুড়া শহরের যোগেশ পল্লী, শ্রীপল্লী, ময়রাবাঁধ, কবরডাঙ্গা এলাকায় লক ভেঙ্গে বাইক নিয়ে চম্পট দিত। অভিযুক্তদের দু’জনের নামে এই আগে ধরণের কোন অভিযোগ নেই। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।