রাজ্যের খবর

Bankaura Railway Station: লালকেল্লা বিস্ফোরণের পর এবার বাঁকুড়া স্টেশনে চলল চিরুনি তল্লাশি

যাত্রীদের লাগেজ থেকে শুরু করে ট্রেনের কামরা, প্ল্যাটফর্ম এবং পার্কিং লট—সবখানেই চলছে তল্লাশি।

কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: লালকেল্লায় বিস্ফোরণ কাণ্ডের পর নাশকতার আশঙ্কায় তৎপর হয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। জঙ্গি গোষ্ঠীগুলি রেলকে ‘সফট টার্গেট’ হিসেবে বেছে নিতে পারে।  এমন আশঙ্কায় সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেই সূত্রে বৃহস্পতিবার সকাল থেকেই বাঁকুড়া স্টেশনে চিরুনি তল্লাশি চালায় রেল পুলিশ।স্টেশনে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর। যাত্রীদের লাগেজ থেকে শুরু করে ট্রেনের কামরা, প্ল্যাটফর্ম এবং পার্কিং লট—সবখানেই চলছে তল্লাশি।

রেল পুলিশের দাবি, এই উদ্যোগের মূল উদ্দেশ্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাঁদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ দেশজুড়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। সেই ঘটনার পর থেকেই নাশকতার ছক বানচাল করতে তৎপর হয়ে উঠেছে বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও রাজ্য পুলিশ প্রশাসন।রেল পুলিশের এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা হওয়ায় জঙ্গিরা এই অঞ্চলে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করছে।

রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সহযোগিতায় এই অভিযান আরও কার্যকর হচ্ছে। তাঁরা যাত্রীদের প্রতি আবেদন জানিয়েছেন, সন্দেহজনক কোনো বস্তু বা ব্যক্তিকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে।দিল্লির ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা আঁটসাঁট হলেও, বাঁকুড়ার মতো জেলা শহরে এমন তৎপরতায় যাত্রীদের মধ্যে আশ্বস্ততার পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অনেকেই।

Related Articles