রাজ্যের খবর

সাইবার প্রতারণার নিত্য-নতুন ফাঁদ, রেহাই পাচ্ছেন না ব্যাঙ্ক কর্মীরাও

Bank employees are also victims of cyber fraud

The Truth Of Bengal : গত সেপ্টেম্বরে ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে এটিএমের যাবতীয় তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। খোয়া যায় ৩ লক্ষাধিক টাকা। যদিও পরবর্তী সময়ে ২ প্রতারককে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর থেমে নেই ডিজিটাল দুনিয়ায় ছকবাজি। কখনও আশাতীত লাভের টোপ দিয়ে সর্বস্ব হরণ করছে ছদ্মবেশী জালিয়াতরা, কখনও আবার ভয় দেখিয়ে তথ্য চুরিও নজির মিলছে। তার মাঝে এবার রাজ্য জুড়ে তোলপাড় ফেলল হুগলির এই ঘটনা।

এটিএম প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। ১ঘন্টার মধ্যে খোয়া যায় ৩৮হাজার টাকা। এটিএমের তথ্য হাতিয়ে মোটা টাকা গায়েব। হতবাক ব্যাঙ্ক থেকে অবসর নেওয়া কর্মী। কিভাবে ছলবলে কৌশলে এই ছিনতাইয়ের প্রবণতা বাড়ছে তা নিয়ে প্রশ্নও তুলছেন তিনি। উত্তরপাড়া থানা অভিযোগ মেলার পরই তদন্তে নেমেছে। আমজনতার প্রশ্ন,যাঁরা ব্যাঙ্কের কাজ সম্পর্কে ওয়াকিবহাল, যাঁদের অভিজ্ঞতা রয়েছে তাঁরাই যদি প্রতারণার শিকার হন, তাহলে সাধারণ মানুষের কী হবে? কিভাবে কষ্টের টাকা সুরক্ষিত থাকবে?

সঞ্চিত অর্থের এই বেহাত হয়ে যাওয়ার ঘটনা রীতিমতো আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে। তিল তিল করে জমানো টাকা ব্যাঙ্ক বা এটিএমে রাখার পর তা সুরক্ষিত রাখার দায়ভার সংশ্লিষ্ট ব্যাঙ্কের। এই সময়ে রক্ষীরা কড়া নজর রাখুক। প্রতারকদের ধরতে সাধারণ মানুষও পুলিশ প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক চাইছেন গ্রাহকসমাজ।

 

FREE ACCESS

Related Articles