দুই সীমান্ত দিয়ে অবাধে বাংলাদেশী প্রবেশ, বিএসএফের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন
Bangladeshis freely enter through two borders, raising questions about BSF's responsibility

Truth of Bengal: ৪ মহিলা সহ মোট ৯ বাংলাদেশি বিএসএফের জালে। শনিবার গভীর রাতে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি ও বিথারী দুই পৃথক সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই বিএসএফের জওয়ানরা ৯ অনুপ্রবেশকারীকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো বৈধ নথি দেখাতে পারেনি।
তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ তাদেরকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা দীর্ঘদিন ভীন রাজ্যে অবৈধভাবে বসবাস করতো। সেখান থেকে এসে গতকাল অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই বিএসএফের জালে ধরা পড়ে।
স্বরূপনগরের তারালি ও বিথারী সীমান্ত অনুপ্রেশকারীদের মুক্ত করিডোরে পরিণত হয়েছে। প্রতিদিন এই সীমান্ত দিয়ে বাংলাদেশীরা অবৈধভাবে অবাধে যাতায়াত করছে। যার ফলে স্বভাবতই বিএসএফের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।