রাজ্যের খবর

বিজেপি প্রধানের গাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশী অনুপ্রবেশকারী

Bangladeshi infiltrator arrested from BJP chief's car

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের বহিরগাছির ঘটনা। জানা যায় বহিরগাছির বিজেপি প্রধানের গাড়িতে করে গতকাল কয়েকজন যাচ্ছিলেন। সেই সময় নদীয়ার ধানতলার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সেই গাড়ি দাঁড় করিয়ে তদন্ত করলে , তারা জানতে পায় যে ওই গাড়িতে যারা ছিলেন, তাদের কাছে কোনো বৈধ্য কাগজ ছিল না, এরপর সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে তাদের মধ্যে ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারি।

এরপরই ধানতলা পুলিশের হাতে গ্রেফতার হয় তারা। জানা যায় আজ তাদের রানাঘাট আদালতে তোলা হবে । এই নিয়ে বিজেপির রানাঘাটের এক বিধায়ক অসীম বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান এই ব্যাপারে  সঠিক কিছু জানা নেই , তবে যদি এমন ঘটনা ঘটে থাকে আইন আইনের পথে চলবে। যদিও এই ঘটনা  নিয়ে  তৃণমুলের প্রাক্তন বিধায়ক সমীর পোদ্দার তীব্র নিন্দা করেছেন। অন্যদিকে গোটা ঘটনার আরও তদন্ত শুরু করেছে নদীয়ার ধানতলা থানার পুলিশ।

  • বিজেপি প্রধানের গাড়ি থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী
  • বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হল রানাঘাটে
  • বহিরগাছির বিজেপি প্রধানের গাড়ি থেকে গ্রেফতার
  • কেন বিজেপি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আনছে ?
  • প্রশ্ন তুলে সোচ্চার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

Related Articles