রাজ্যের খবর

বাংলাদেশে থেকে সাইকেলে ভারতে, সচেতনতার বার্তা দিলেন যুবক

Bangladesh to India by bicycle

The Truth of Bengal: সুস্থ ভাবে বাঁচার জন্য সচেতনন করতে এক দেশ থেকে অন্য দেশে। হার্ট ভাল থাকলে সব ভাল থাকবে। আর হার্টকে সুস্থ রাখতে পারে সাইকেলিং-এর অভ্যাস। সেই অভযাস গড়ে তোলার বার্তা দিতে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এলেন মহম্মদ আল আমিন নামে এক যুবক। দার্জিলিং থেকে দিঘা প্রায় ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন ৮ দিনে। কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙা গ্রামে বাড়ি মহম্মদ আল আমিনের। একুশে জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। ২২ জানুয়ারি দার্জিলিং থেকে সাইকেলিং করে যাত্রা শুরু দিঘার উদ্দেশে।

সারাদিনে গড়ে ১৩০ কিলোমিটার সাইকেল চালান ওই যুবক। সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি সাইকেল চালান। রাতে বিশ্রাম নেন। রামনগরে আসার পর রামনগর এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ওই বাংলাদেশি যুবককে। সচেতনতার বার্তা দিতে তিনি যে যাত্রা শুরু করেছিলেন, তা সম্পূর্ণ করতে পেরে খুশি মহম্মদ আল আমিন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগসূত্র নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেন তিনি।

রাজ্যের পুলিশ-প্রশাসনের তরফে যে সহযোগিতা পেয়েছেন তাতে তিনি খুশি বলে জানিয়েছেন। ভারতে আসার আগে মহম্মদ আল আমিন সাইকেলিং করে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। তারপর তিনি উত্তরবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করেন। নির্বিঘ্নে যাত্রা শেষ করতে পারায় সাফল্যের চওড়া হাসি ওই যুবকের মুখে। আগামী দিনে তিনি আয়রন ম্যান হতে চান। বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে যে যাত্রা শেষ হয়েছিল, তা দেশের গণ্ডি পেরিয়ে ভারতবর্ষের দিঘায় এসে শেষ হয়।

Related Articles