রাজ্যের খবর

বাংলা সিকিম লাইফ লাইনের ১০ নম্বর জাতীয় সড়কের কালিম্পং এর ২১ মাইলে ধস

Bangla Sikkim Life Line collapsed at 21 mile of Kalimpong on National Highway No. 10

The Truth Of Bengal,বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: বাংলা সিকিম লাইফ লাইনের ১০ নম্বর জাতীয় সড়কের কালিম্পং এর ২১ মাইলে ধস। ধসের কারণে রাস্তার একাংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বন্ধ যান চলাচল।

জানা গিয়েছে একটানা বৃষ্টি শুরু হয়েছে কালিংপং পাহাড় ও সিকিম পাহাড়ে। যার কারণে নতুন করে এদিন বাংলা সিকিম লাইফ লাইনের দশ নম্বর জাতীয় সড়কের কালিম্পং ২১ মাইলের কাছে ধস নামে। ধস এতটাই যে রাস্তার একাংশ তিস্তা গ্রাস করে নিয়েছে বলা যেতে পারে নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তার একাংশ। যার কারণে দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হলো।

এই রাস্তা দিয়ে পর্যটন বোঝাই গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি বড় গাড়ি সমস্ত কিছুই কিন্তু বন্ধ ছিল। শুধুমাত্র জরুরী পরিষেবার গাড়ি চলাচল করছিল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তবে এদিন নতুন করে ধসের কারণে একেবারেই বন্ধ হয়ে গেল রাস্তাটি। অপরদিকে ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কালিংপং প্রশাসন।

Related Articles