রাজ্যের খবর

SUCI-এর ডাকা বনধের প্রভাব নেই হাওড়ায়

Bandh called by SUCI has no effect in Howrah

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : বুধ ও বৃহস্পতিবার এর মধ্যরাতে আরজিকর হাসপাতালে জরুরী বিভাগে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশী নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই অবস্থায় SUCI শুক্রবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বনধের পক্ষে নয় সাফ জানিয়ে দিয়েছেন এবং সরকারি কর্মচারীদেরকে কাজে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন।

সকাল থেকে ট্রেন বাস স্বাভাবিক অবস্থাতেই দেখা গেছে। হাওড়া শিবপুর বি কলেজের সামনে, জয় হিন্দ বাজার, কালি বাবু বাজারে এসইউসিআই কর্মীদেরকে রাস্তায় দেখা গেছে মাইক নিয়ে আবেদন করতে। তবে সেই অর্থে বন্ধের কোন প্রভাব পড়েনি বলাই যায় তবে বেলা গড়ালে আর কোন ছবি ধরা পড়ে কিনা সেদিকে তাকিয়ে থাকতে হবে।

Related Articles