
The Truth of Bengal: সার্ভিস রোড মেরামতির দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে বেহাল দশা দুর্গাপুরের কাঁকসার মাস্টার পাড়া থেকে কাঁকসার হাসপাতাল মোড় পর্যন্ত জাতীয় সড়কের সার্ভিস রোড। জায়গায় জায়গায় দেখা দিয়েছে গর্ত। বেহাল সার্ভিস রোড দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। একদিকে বেহাল রাস্তার উপর ছড়িয়ে থাকা পাথর ছিটকে আহত হচ্ছেন এলাকার মানুষ।তার উপর ধুলোর জেরে ঘটছে বায়ু দূষণ। যাতায়াতে করতে গিয়ে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। উল্লেখ্য, ভারতের জাতীয় সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব থাকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই এর হাতে।
এছাড়াও ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএআচআইডিসিএল এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির পাবলিক ওয়ার্ক ডিপার্টমেণ্ট বা পিডাব্লিউডিও এর বরাত পেয়ে থাকেন৷ স্থানীয় প্রশাসন উপযুক্ত ব্যাবস্থা নিলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙ্গা পিচ রাস্তা থেকে পাথরের টুকরো ছিটছে আসায় আতঙ্কিত স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা। স্থানীয় প্রশাসন এর তরফ থেকে ওই সার্ভিস রোডে বাড়ানো হয়েছে ট্রাফিক পুলিশ ও সিভিক পুলিশের সংখ্যা।
কর্তব্য পালনে সমস্যায় পরতে হচ্ছে তাদেরও। এরই প্রতিবাদে শনিবার দুপুর ১টা থেকে জাতীয় সড়কের দুই দিকের সার্ভিস রোড ও পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। রাস্তা অবরোধের জেরে জাতীয় সড়কের কোলকাতা গামী রাস্তা ও রাজ্য সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। আটকে পরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী সমস্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। যদিও পুলিশের আশ্বাসে রাজ্য সড়কের অবরোধ তুলে নিলেও জাতীয় সড়কের সার্ভিস রোড যতদিন না মেরামত হচ্ছে ততদিন এই আন্দলন চলবে বলে হুঁশিয়ারি দেন অবরোধকারীরা।