রাজ্যের খবর

অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে দু:সাহসিক চুরি

Audacious burglary at the office of an online delivery company

Truth Of Bengal: রাতের অন্ধকারে গোডাউনের তালা ভেঙে দু:সাহসিক চুরি। এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বাটাইল মোড়ে। জানা গিয়েছে, সেখানকার এক অনলাইন ডেলিভারি অফিসে ঘটে এই চুরির ঘটনা। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখন স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত।

বলা বাহুল্য, প্রতিনিয়ত এই অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে আসে সাধারণ মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস। শুধু তাই নয় এখান থেকেই রামপুরহাট শহর ও বিভিন্ন গ্রামেগঞ্জে  অনলাইন ডেলিভারি দেওয়া হয়। তাই বলা যায় এই গোডাউনে লক্ষাধিক টাকার অনেক জিনিস মজুত থাকে। আর সেখানেই ঘটল দুঃসাহসী চুরি। তবে কতটাকা লোকসান হয়েছে তা এখন স্পষ্ট নয়।

এব্যাপারে সংস্থার পক্ষ থেকে রামপুরহাট থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, চুরি করার সময় চোরেরা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে। তাই তাদেরকে হদিশ পেতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশদের। এখন পর্যন্ত এই প্রসঙ্গে পুলিশের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবেই চুরির ঘটনায় মাথায় হাত পড়েছে অনলাইন ডেলিভারি সংস্থার।

 

Related Articles