রাজ্যের খবর

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, উত্তেজনা দুবরাজপুরে

Attempted rape of minor, tension in Dubrajpur

Truth Of Bengal: সবে তিন মাস অতিক্রান্ত হয়েছে আরজি করের ঘটনা ঘটেছে। তারপর একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে রাজ্যে। এবার তেমনই একটি ঘটনা উঠে এল বীরভূমের দুবরাজপুরে। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার মা বাবার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় এবং তাকে মারধর করা হয়। নাবালিকা ওই দুই যুবককে বাধা দিলে তাকে ব্যাপক মারধর করে ওই দুই যুবক।

থানায় নাবালিকা অভিযোগ করেছে যে, সে যখন টিউশন পড়া শেষে বাড়ি ফিরছিল তখন তার পথ আটকায় দুই যুবক। চণ্ডীপুর গ্রামের কাছে ঘটনাটি ঘটে। রাস্তা থেকে নাবালিকাকে টেনে নিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরে তার মুখ কাপড় দিয়ে বাঁধা হয়। নাবালিকা বাধা দিলে তাঁকে মারধর করতে শুরু করে দুই যুবক। এমনকি অভিযোগ উঠেছে, অভিযুক্তরা  নাবালিকার পোশাকেও হাত দেয়, যার জন্য তাঁর পোশাকের কিছুটা ছিঁড়ে যায়। সে সময় রাস্তা দিয়ে কয়েকজন যাচ্ছিল, তারাই নাবালিকাকে উদ্ধার করে। ধর্ষণের চেষ্টা করা ওই দুই যুবকের নাম পিন্টু সাহা ও চাঁদ দে।

ইতিমধ্যেই প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। নাবালিকার পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ওই দুজন ধরা না পড়লেও তাদের বাড়ির লোকজনকে পুলিশ আটক করেছে। দাবি করা হচ্ছে, ওই দুই যুবককে তাদের বাড়ির লোকজনই পালাতে সাহায্য করেছে।

ধর্ষণের মত নির্মম ঘটনা এখন প্রায় শোনা যায়। এদিকে আরজিকর কাণ্ডের দোষীদের সাজা দেওয়ার জন্য চলছে আন্দোলন। শুধু কলকাতার মধ্যেই সেই আন্দোলনের সীমাবদ্ধ নেই, গ্রাম থেকে মফস্বল সর্বত্রই অভায়ার খুনির বিচারের দাবিতে চলছে আন্দোলন। এখনো সারেনি সেই ক্ষত তারমধ্যেই আবারও ধর্ষণের চেষ্টার ঘটনায় শোরগোল।

Related Articles