রাজ্যের খবর

চাকদায় মধ্যবয়সী মহিলার উপর হামলা, গুরুতর জখম

Attack on woman

The Truth of Bengal: নদীয়ার চাকদা থানার মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজির বাগান গলায় দড়ি পাড়া এলাকায় মধ্যবয়সী এক মহিলার উপর হামলা চালানো হয়েছে। হামলার শিকার মহিলার নাম মালতি বিশ্বাস। তিনি স্থানীয় বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পাড়ার দোকান থেকে বাড়ি ফিরছিলেন মালতি বিশ্বাস। সেই সময় অন্ধকারের সুযোগে এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। অস্ত্রের আঘাতে মালতি বিশ্বাস গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার আত্মনাদে এলাকাবাসীরা ছুটে এলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী।

স্থানীয়রা মালতি বিশ্বাসকে উদ্ধার করে জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। তবে আঘাত গুরুতর হওয়ার কারণে তার একটি হাত বাঁধ দেওয়া যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

মালতি বিশ্বাসের মেয়ে অপর্না দাস বলেন, তার মা রাতে পাড়ার দোকান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় অন্ধকার থাকায় একজন দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে তার মা গুরুতর জখম হন। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।

Related Articles