সাত সকালে সরকারি পথশ্রী রাস্তা তৈরিতে বাধা, এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ
At seven in the morning, the construction of the government road was obstructed, the police controlled the tension in the area

Truth Of Bengal : ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টাগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর শিবহুগলি এলাকায় পাকা রাস্তা না থাকায় সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই বাসিন্দাদের দুর্ভোগের কথা ভেবে চট্টগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি ২১৫ ফুটের সরকারি পথশ্রী রাস্তার কাজ শুরু হয়। ওই রাস্তার শেষে হান্নান খান নামের এক ব্যক্তির একটি প্লাস্টিক ঘেরা বাড়ি রয়েছে। তিনি রাস্তার কাজের জন্য জমি ছাড়তে অস্বীকার করেন ও থানা সহ কোর্টে মামলা করেন। ফলে বন্ধ হয়ে যায় সরকারি রাস্তা তৈরির কাজ।
স্থানীয় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সকলে রাস্তা তৈরীর জন্য স্বেচ্ছায় জমি ছাড়েন তবে ওই ব্যক্তি কোন জমি ছাড়বেন না। সেই কারণে সদস্যসহ এলাকার একাধিক বাসিন্দাদের বিরুদ্ধে কোর্টে মামলা করে। এরপর বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। ব্যাপক উত্তেজনা শুরু হলে ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনাস্থলে রয়েছে উত্তেজনা।