পূর্ণিমার কোটালে উত্তাল সাগর, প্লাবিত কপিল মুনির মন্দির
At Purnima Kotal, rough sea, flooded temple of Kapil Muni

The Truth Of Bengal : দক্ষিণ চব্বিশ পরগনা : বাবলু প্রামানিক : পূর্ণিমার কোটালে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের সামনে আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের ঢেউ। জলোচ্ছ্বাসে ভাঙতে শুরু করেছে মন্দিরে যাওয়ার ছয়টি রাস্তা।
ইতিমধ্যে কংক্রিটের যে রাস্তা গুলো ছিল সেগুলি ভেঙে সাগরের গর্ভে তলিয়ে গেছে। সাগরে পাড়ে থাকা গঙ্গাসাগরের পূরনার্থীদের জন্য দোকান ঘর গুলো ভেঙে পড়ছে সাগরে। ইতিমধ্যে স্থানীয় মানুষ এসে সরানো শুরু করেছেন। প্রশাসনের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাগরের কাছাকাছি মানুষদের সরে যাওয়ার জন্য। যে সমস্ত পুন্যারথিরা এসেছেন তারা যেন কেউ এই মুহূর্তে জলে না নামেন। সাগরের পাড় ধরে যারা চলেছেন মাইকিং তাদের চলাচল করতে মানা করছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা। এর মাধ্যমে সাগরের পাড়ে থাকা গাছ দোকান মাটির তলায় থেকে আসা পাইপলাইন মেলা গ্রাউন্ডের ওয়াচ টাওয়ার, সবকিছু ভেঙে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ যারা দোকান দিয়ে খেতেন দিশাহারা এই মুহূর্তে।