রাজ্যের খবর

এক মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপেক্ষায় পরিবার

Assistant manager of state-owned bank mysteriously missing for a month, family awaits

Truth Of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া: তমলুক স্টেশন বাজার এসবিআই ব্যাংক শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন দীপায়ন পাল। তমলুকে তিনি ঘর ভাড়া করে থাকতেন। গত ২০ সেপ্টেম্বর তিনি বাইকে চেপে অফিসে বেরিয়েছিলেন। শেষবার তাকে বাইক নিয়ে দেখা যায় এসবিআই এর নিমতৌরা শাখায়।

তারপর তার এবং বাইকের কোনো খোঁজ পাওয়া যায়নি। দীপায়ন পাল ডোমজুড়ের শলপ পূর্ব পাড়ার বাসিন্দা, কর্মসূত্রে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে। নিখোঁজের পর বাড়ির লোক বারবার ফোন করলেও ফোন সুইচ বন্ধ ছিল। দিপায়নের স্ত্রী মৌমিতা ঘোষ পাল খবর পেয়ে তমলুকে যান এবং তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু পুলিশ তদন্ত শুরু করলেও দীপায়নের কোন খোঁজ পাওয়া যায়নি।

দীপায়নের বাবা এবং মা জানিয়েছেন তাদের বড় ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। নাতির জন্মদিন উপলক্ষে তারা দুজনে আমেরিকায় গিয়েছিলেন। সেখানেই তারা খবর পান ছোট ছেলে দীপায়ন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কি কারনে তিনি নিখোঁজ হয়ে গেল সে সম্পর্কে তারা কার্যত অন্ধকারে রয়েছেন।

তারা জানিয়েছেন আট মাস আগে তার ছোট ছেলের বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক মোটের উপর ভালো ছিল। তবে মাঝে মাঝে দুজনের মধ্যে ঝামেলা হতো। আর ঝামেলা হলে দীপায়ন অবসাদে ভুগত। এছাড়া সে বেশি মানসিক চাপ সহ্য করতে পারতেন না। এই নিয়ে তাদের মাঝে মাঝে বলতো। তার মা তাকে এ ব্যাপারে কাউন্সিলিং এর পরামর্শ দেন। তবে ঘটনার দিন ঠিক কি হয়েছিল সে সম্পর্কে তাদের কিছু জানা নেই।

বিদেশে থাকাকালীন খবর পেয়ে তারা ছুটে আসেন। তার বাবা রঞ্জন পাল বলেন তার ছেলেকে কেউ তুলে নিয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোন ফোন আসেনি। পুলিশ এ ব্যাপারে তাদের আশ্বস্ত করলেও পাল পরিবার এখন তাদের দিকেই তাকিয়ে আছে কখন ঘরের ছেলে ঘরে ফেরে।

Related Articles