রাজ্যের খবর

টাকা না দিতে পারায় বেধরক মারধর মা-কে, আত্মঘাতী অভিমানী মা

Arrogant and suicidal mother brutally beat mother in neighborhood for not paying money

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : ছেলের অত্যাচারের জন্য আত্মঘাতী হলেন মা। আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করল ছেলেকে। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার অন্তর্গত ডোমজুড় থানার মাকড়দহ শ্রীমানী পাড়া সংলগ্ন এলাকায়।

সূত্রের খবর, হাওড়া জেলার অন্তর্গত ডোমজুড় থানার মাকড়দহ শ্রীমানী পাড়ার বাসিন্দা সন্দীপ শ্রীমানী প্রতিদিন নেশাদ্রব্য কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করতেন। পরিবারের লোকজন টাকা না দিলে চলতো অকথ্য গালিগালাজ এবং অত্যাচার। শনিবার রাতে মা এবং ঠাকুমার কাছে টাকা চেয়েছিলেন সন্দীপ। কিন্তু তারা কেউই টাকা দিতে না পারায় মা ও ঠাকুমার ওপর অত্যাচার চালায় বাড়ির ছেলে সন্দীপ। এরপর অসম্মানে, দুঃখে, অভিমানে রবিবার সকালে সন্দীপ শ্রীমানীর মা সুতপা দেবী আত্মঘাতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পুলিশ। উপস্থিত হয়েই প্রথমে ৫০ উর্ধ সুতপার ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে সুতপার আত্মীয়দের অভিযোগে ডোমজুড় থানার পুলিশ আটক করেছে সুতপার ছেলেকে | ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিচার পরিবার সহ গোটা এলাকায়।

Related Articles