রাজ্যের খবর

নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে ৩

Arrests rise to 3 in Nandigram Trinamool worker murder case

Truth Of Bengal: নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে তিন। ২৫ ডিসেম্বর তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটে নন্দীগ্রামে। ধৃতদের নাম অর্জুন সেনা, শুভ সেনা এবং অর্জুন মাইতি। তিনজনের বাড়ি নন্দীগ্রামের গোকুলনগর এলাকায়।

২৫ ডিসেম্বর রাতে তৃণমূল কর্মী মহাদেব বিষায়ী খুন হন। নন্দীগ্রামে ৭ নম্বর জালপাইতে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডলের খুনের ঘটনায় বিজেপি নেতা চন্দন দাসকে উড়িষ্যা থেকে গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ।

দুর্ঘটনার দিন প্রথমে তৃণমূল কর্মীর কাঠের দোকানে চড়াও হয় দুষ্কৃতিরা। তারপর দোকানেই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়েছিল তৃণমূল। তবে খুনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হয় নন্দীগ্রামে।

Related Articles