রাজ্যের খবর
শিলিগুড়িতে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তি গ্রেফতার
Arrested a person with brown sugar

The Truth of Bengal: শিলিগুড়ি, ১৮ নভেম্বর ২০২৩:* গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ একটি অভিযান চালায়। অভিযানে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা রজক হুসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তার কাছ থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রজক হুসেন ব্রাউন সুগার উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়িতে নিয়ে আসছিল। তাকে গ্রেফতারের পর তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
এই ঘটনায় পুলিশ আরও তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জানা যাবে যে, রজক হুসেন একাই এই ব্রাউন সুগার নিয়ে আসছিল নাকি তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে।পুলিশের এই অভিযানে মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিফলন দেখা গেছে।
Free Access