রাজ্যের খবর

ভোটিংয়ের ট্রেন্ড অব্যাহত বাংলায়, বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৪৯.২৭শতাংশ   

Around 49.27 percent of the votes were counted till 1 pm

The Truth of Bengal: রাজ্যে চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে। মালদা ও মুর্শিদাবাদের এই চারটি লোকসভা কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়ল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুপুরে একটা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটের হার বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৯.২৭শতাংশ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে,মালদহ উত্তরে  ৪৭.89 শতাংশ, মালদহ দক্ষিণে- ৪৮.৬৫ শতাংশ,জঙ্গিপুরে   ৪৯.৯১শতাংশ এবং মুর্শিদাবাদে – ৫০.৫৮ শতাংশ ভোট পড়েছে।অন্যদিকে মুর্শিদাবাদেরই ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৪৬.৪০শতাংশ। তাপমাত্রা কিছুটা কম থাকায় এবার ভোটদানের হার আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।গণতন্ত্রের উত্সবকে সর্বাঙ্গসুন্দর করতে কমিশনের তরফ সমস্তরকম ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

Related Articles