রাজ্যের খবর

হাতির হানায় মৃত সেনা জওয়ান

Army soldier killed by elephant attack

Truth of Bengal: ক্রমশ লোকালয়ে বাড়ছে হাতির উপদ্রব। হাতির উপদ্রবের জেরে অতিষ্ট গ্রামের মানুষ। বাড়েছে মৃত্যুর সংখ্যা। বাগডোগরা পান্তাবাড়ি এলাকায় এক সেনার মৃত্যু হয় হাতির হানায়। ঘটনাস্থলে বাগডোগরা রেঞ্জের রেঞ্জারের নেতৃত্বে এলিফ্যান্ট স্কোয়াডের কর্মী এবং বাগডোগরা থানার পুলিশ।

বারংবার লোকালয়ে ঢুকে পড়ে হাতি। কখনও খাবারের সন্ধানে, আবার কখনও দলছুট  হয়ে। হাতির উপদ্রবে নাজেহাল অবস্থা গ্রামের মানুষের। একাধিকবার হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে চাষের জমি, ভেঙেছে গ্রামের মানুষের ঘর-বাড়ি। এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে বেশ কয়েক জনের। একাধিক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

ব্যাবস্থা করা হয়েছে পথবাতিরও। তা সত্তেও ফের হাতির হানায় মৃত্যুর খবর সামনে এল। এবারের ঘটনাস্থল বাগডোগরা পান্তাবাড়ি এলাকা। মৃত্যু হয় বছর ২৭-এর সেনা জওয়ান কুশন ছেত্রীর। তিনি নাগাল্যান্ড ডিআর ৬৫-এ কর্মরত ছিলেন বলে খবর পাওয়া যায়। সূত্রের খবর, ওই সেনা জওয়ান ছুটি কাটাতে নিজের বাড়িতে গিয়েছিলেন। তখনই ঘটে যায় এই দুর্ঘটনা।

হাতির হানায় সেনা জওয়ানের এই মৃত্যুর খবর সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সুনাম ভুটিয়ার নেতৃত্বে এলিফ্যান্ট স্কোয়াডের কর্মী ও বাগডোগরা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে  পৌঁছয় মৃত সেনা জওয়ানের পরিবার। এই বিষয়ে বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে বনদফতরের তরফে।

Related Articles