আড়িয়াদহে যুবককে বেধড়ক মার, বাঁচাতে এসে গুরুতর জখম মা, গ্রেফতার ক্লাবের ৬ সদস্য
Ariadhe beat a young man, mother seriously injured, 6 members of the club arrested

The Truth Of Bengal: এবার বেধড়ক মারার অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলার আড়িয়াদহে। কামারহাটি পুরসভার ১১ নন্বর ওয়ার্ডের অন্তর্গত কেদারনাথ সিংহ রোডে এই ঘটনা ঘটে। দুই যুবককে বেদম প্রহার করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়ির সামনে বসে সূর্য দাস এবং সায়নদীপ পাঁজা নামে দুই যুবক কথা বলছিল।
সেই সময় ওই দুই যুবককে স্থানীয় একটি ক্লাবের কিছু সদস্য তাদের উপর বেধড়ক মারধর শুরু করে। এমন কী প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। হাতে হকি-স্টিক দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ আহত যুবকের। সেই সঙ্গে লাঠি ইট দিয়েও মারা হয়। প্রথমে এক যুবককে বেধরক পেটাতে শুরু করে। ওই যুবককে বাঁচাতে গেলে অপর যুবককেও বেধড়ক মারধর করা হয়।
সায়নদীপের মা ছেলেকে বাঁচাতে এলে তাঁর উপরেও হামলা চলে। আহত যুবকের নাম সায়নদীপ পাঁজা এবং আহত মায়ের নাম বুবুন পাঁজা। ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই চিকিৎসাধীন। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে বেলঘরিয়া থানায় দ্বারস্থ হয়েছে পরিবারের লোকজন। ঘটনায় জোরদার তলাশি শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে থাকা ছয়জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।