রাজ্যের খবর

কুকুর আতঙ্কে আতঙ্কিত আরামবাগবাসী

Rabies

The Truth of Bengal: রাস্তায় বেরোলেই কামড়াচ্ছে কুকুর।কুকুরের কামড়ে জখম ১মহিলা সহ ৭জন।মৃত্যু হয়েছে ১০-১২টি ছাগলের। আরামবাগের তিরোলে এই ঘটনায়  আতঙ্ক বেড়েছে। জলাতঙ্কের আশঙ্কায় সাধারণ মানুষ ভয়ে বাইরে বেরুতে পারছেন না। রাস্তায় কাউকে একলা দেখলেই ছুটে আসছে কুকুর। সুযোগ বুঝে বসাচ্ছে কামড়। তিরলের পুঁইন এলাকায় এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

এরমধ্যে শিশু থেকে প্রবীণস,মহিলা থেকে পুরুষ সকলেই কুকুরের কামড়ে ত্রস্ত।উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মতোই বনগাঁয় এই কুকুরের অত্যাচার বাড়ে।এখন হুগলির তিরলেও পথের কুকুরের আগ্রাসী চেহারা লক্ষ্য করা যাচ্ছে। তিরলেই পুঁইন এলাকায় ১মহিলা পুলিশ সহ ৭জন জখম হয়েছেন।শুধু মানুষই নয়,ছাগলও কুকুরের বিষে জর্জরিত।আতঙ্কিত মানুষেরা কেউ কেউ পালিয় বাঁচার চেষ্টা করছেন কেউ আবার সংঙ্ঘবদ্ধ প্রতিরোধে আত্মরক্ষার পথ খুঁজে নিচ্ছে। ইতিহাস বলছে,কুকুর হল প্রথম গৃহপালিত প্রাণী। অত্যন্ত প্রভূভূক্ত।

এখন এইসব  প্রশ্নই  উঠতে শুরু করেছে।কুকুরে কামড়ালে আপনি কী করবেন? প্রাথমিক চিকিত্সার উপায় আমাদের জানিয়েছেন প্রাণীরোগ বিশেষজ্ঞ ডা.সিদ্ধার্থ জোয়ারদার। প্রাথমিক চিকিত্সার পর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেওয়া যে জরুরি  তাও  বিশেষজ্ঞরা  পরামর্শ দিচ্ছেন।জলাতঙ্কের হাত থেকে রেহাই পাওয়ার সঠিক দিশা দিয়েছেন প্রাণীরোগ বিশেষজ্ঞ। সাধারণতঃ এই শ্রাবণ-ভাদ্র মাসে কুকুরে কামড়ানোর ঘটনা বাড়ে।তাই এইসময়ে রাস্তার কুকুরদের আক্রমণ থেকে রক্ষা পেতে  সতর্ক হওয়াও  যে দরকারও তাও বলাই বাহুল্য।

Related Articles