চোলাই মদের বিরুদ্ধে আরামবাগ আবগারি ও প্রশাসনের যৌথ অভিযান
Arambagh Excise and Administration Joint Campaign Against Cholai Liquor

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : ভোটের মুখে রমরমিয়ে বাড়ছে চোলাই মদের কারবার।
এবার সেই চোলাই মদের বিরুদ্ধে অভিযান প্রশাসনের। বৃহস্পতিবার অভিযান চালিয়ে কয়েকশো লিটার চোলাই মদ উদ্ধার করে আরামবাগ আবগারি ও আরামবাগ থানার পুলিশ।
পাশাপাশি নষ্ট করা হয় চোলাই তৈরির সরঞ্জাম। জানা গেছে, বৃহস্পতিবার আরামবাগের গৌরহাটি এলাকায় বেশ কিছু জায়গায় পুলিশ ও আবগারি দফতরের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয়। সেখান থেকেই কয়েকশো লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
কোথাও পুকুর থেকে আবার কোথাও মাঠ থেকে উদ্ধার করা হয়। নষ্ট করা হয় চোলাই তৈরির সরঞ্জাম সহ ব্যবহৃত সামগ্রী।যদিও ঘটনায় বৃহস্পতিবার কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আবগারি দফতরের আরামবাগ মহকুমা আধিকারিক জানান, ভোটের মুখে বেশ রমরমা ব্যবসা চালানোর খবর পান তারা।
সেই গোপন খবর পেয়ে গত কয়েক দিনের অভিযানে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লিটার। চোলাই মদ সহ চোলাই তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আটকও করা হয়েছে একাধিক বাইক সহ চারচাকা গাড়ি। এখনও এই অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।