রাজ্যের খবর

চেয়ারম্যান পদে ফিরলেন অনুব্রত মণ্ডল

Anubrata Mondal returns as chairman

Truth Of Bengal: SRDA এর চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন অনুব্রত। স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি পদে ফিরলেন অনুব্রত মন্ডল।

রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সি (এসআরডিএ) এর চেয়ারম্যান পদে ফের অনুব্রত মণ্ডল। রাজ্য সরকার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বলে এমনটাই জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

অনুব্রত দু’বছর জেলবন্দী থাকলেও এরমধ্যে এসআরডিএ-এর চেয়ারম্যান পদে আর কাউকে বসানো হয়নি। জেলায় ফিরে বর্তমানে স্বমহিমায় রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। যোগদান করছেন বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও। কিন্তু, সরকারি অনুষ্ঠানে কোন পদাধিকার বলে তিনি অংশগ্রহণ করছেন বলে মাঝে বিতর্কের সৃষ্টি হয়েছিল। রাজ্য সরকার এই পদে অনুব্রতকে ফেরাতেই যাবতীয় বিতর্কের অবসান হল

Related Articles