রাজ্যের খবর

রাঙ্গাপানিতে ফের দুর্ঘটনার কবলে ট্রেন! প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ

Another train accident in Rangapani

Truth Of Bengal : ফের দুর্ঘটনার কবলে রেল! কিন্তু কোথায়? আবার সেই একই জায়গায়! শুক্রবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ ফাঁসিদেওয়া ব্লকের রাঙ্গাপানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) এ তেল বোঝাই করে বেরোনোর সময় ঘটে এই বিপত্তি।

জানা যায়, এই দুর্ঘটনায় মালবাহী ট্রেনের দু’টো কামরা লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোন ব্যাঘাত ঘটেনি। ওই তেল পরিবহণকারী রেলের একাধিক বগি ডাউন লাইনে দাঁড়িয়ে ছিল দুর্ঘটনার সময়।

সেই সময় দিনের বেলা এনআরএল এ তেল নিতে প্রবেশ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এবারেও সেই একইভাবে ঘটল বিপত্তি। তখন, উত্তর-পূর্ব ভারতে যোগাযোগ রক্ষাকারী আপ এবং ডাউন লাইনে বন্ধ হয়ে যায়। কিন্তু তখন, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেইন লাইন থেকে ট্রেনের বাকি অংশ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, “রাঙাপানিতে একটি মালগাড়ি দু’টি বগি নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডের কাছে লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। বগি দু’টোকে উদ্ধার করে ফের লাইনে ওঠানোর কাজ চলছে। তবে, মুল লাইনে ওই দুর্ঘটনা না হওয়ায় পরিষেবায় কোনওরকম ব্যহত হয়নি।” প্রসঙ্গত, এর আগে গত ৩১ জুলাই এই একই জায়গায় ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।

Related Articles