ফের ভয়াবহ পথ দুর্ঘটনা শান্তিপুরে, মৃত ১, আশঙ্কাজনক ১
Another terrible road accident in Shantipur, 1 dead, 1 critical

The Truth Of Bengal : নদিয়া,মাধব দেবনাথ : নদিয়ার শান্তিপুর থানার কালনাঘাট গামী রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় সাইকেল আরোহীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে খবর, কালনাঘাট মুন্সির পুল এলাকায় একটি বাইক এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওই বাইকের তিনজন ব্যক্তি ছিলেন। যিনি বাইক চালাচ্ছিলেন তার নাম বাবুসোনা আলী শেখ। তার বাড়ি শান্তিপুর গোপালপুর এলাকায়। তার সাথে থাকা আরও দুই ভাই কারোরই পলাতক। সাইকেল আরোহীর নাম শৈলেন হালদার বাড়ি বর্ধমান জেলার কালনায়। ঘটনাটি ঘটার পরই এলাকাবাসীর তৎপরতায় এবং শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় বাইক আরোহী এবং সাইকেল আরোহীকে ঘটনাস্থল থেকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।