রাজ্যের খবর

চিকিৎসার অভাবে ফের মৃত্যু এক রোগীর, এসএসকেএমে মৃত্যু রিষড়ার রাজীব দেবের

Another patient died due to lack of treatment

Truth of Bengal: চিকিৎসার অভাবে ফের মৃত্যু এক রোগীর।বিক্রম ভট্টাচার্যের পর এবার মৃত্যু হল রিষড়ার রাজীব দেবের। কিডনির সমস্যায় ভর্তি হন হাসপাতালে। ২তারিখ পিজি হাসপাতালে ভর্তি হন রাজীব। ৫তারিখ রাজীব অসুস্থতা বোধ করতে থাকেন।তিনি চিকিত্সকদের ক্যাথেটার চেঞ্জ করতে বলেন।কিন্তু কেউ রাজীবের কথায় কান দেননি। তাই চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের।

অভিযোগ কেবলমাত্র চিকিৎসা পরিষেবার অভাবে মৃত্যু হয়েছে রাজীব দেবের। রোগীর পরিজন এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ,বারবার বলা সত্ত্বেও পিজি হাসপাতালের চিকিত্সকরা রোগীর কথায় কোন কর্ণপাত করেননি। কেউই এগিয়ে আসেননি।তাই শনিবার ভোরবেলায় ছটফট করতে করতে মারা যান ৩৩ বছরের তরতাজা রাজিব দেব।

রাজীবের  মামা রূপক চৌধুরীর প্রশ্ন ‘’আজকে জুনিয়র ডাক্তাররা যেভাবে রোগী না দেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এর জন্য কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে তাঁরা জানেন? যে ডাক্তার দিদির মর্মান্তিক মৃত্যু হয়েছে সে ব্যাপারে আমরা সমব্যথী। তার জন্যও আমরা রাত জেগেছি কিন্তু আজকে আমার বাড়ি ছেলেটাই চলে গেল। সেখানে কিন্তু কোন চিকিৎসাই পেল না।

’’একমাত্র সন্তান হারিয়ে মা সীমা দেব বাবা স্বপন দেব একেবারে ভেঙে পড়েছে। মা সিমা দেব জানান, তাঁর  ছেলের প্রাণ বাঁচাবার জন্যই একটা কিডনি দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। কিন্তু  ডাক্তারদের আন্দোলনের জন্য অকাল মৃত্যু হল তাঁদের একমাত্র সন্তানের। তাই চিকিৎসকদের কাছে তাঁর পরিবারের সদস্যদের আবেদন,এবার অন্ততঃ চিকিৎসা পরিষেবাটুকু দিন ডাক্তাররা।

Related Articles