আবারও চুরির ঘটনা জগৎবল্লভপুর, এবার সিসি টিভি ক্যামেরা ভেঙে চুরি প্রায় তিন লক্ষ টাকার মালপত্র
Another incident of theft in Jagatvallabhpur

The Truth Of Bengal : ঘটনাটি ঘটেছে হাওড়া জগতবল্লভপুর এর অন্তর্গত পাতিহাল যদুপুর এলাকায় একটি কুন্ডু ট্রেনিং এন্ড কোম্পানির দোকানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকানের মালিক অশোক কুমার কুন্ডু এবং সুশান্ত কুন্ডু গতকাল রাত সাড়ে নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান।
আজ সকাল আটটা নাগাদ প্রতিদিনের মতন দোকান খুলতে এসে দেখেন যে তাদের দোকানের বাইরে লাগানো যে সিসিটিভি ক্যামেরা আছে সেই সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা রয়েছে। এবং দোকানের বাইরে থাকা যে সমস্ত মালপত্র জলের পাইপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালপত্র চুরি হয়ে যায়।
দোকান মালিক দোকানের ভেতরে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখেন দুই যুবক রাতের অন্ধকারে সিসিটিভি ক্যামেরা ভাঙ্গে এবং তারপরে চুরি করে। এই ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয়। দোকান মালিক জানান প্রায় তিন লক্ষ টাকার মালপত্র চুরি হয়েছে।
FREE ACCESS