রাজ্যের খবর

ঝাড়গ্রামে ফের হাতির মৃত্যু, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বন দফতর

Another elephant dies in Jhargram, Forest Department is investigating the cause of death

Truth Of Bengal: ফের হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের নয়াগ্ৰামের বড়ঝরিয়া ও বড়শোল এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকেরা ধান জমিতে কাজ করতে গিয়ে দেখতে পান জঙ্গল লাগোয়া জমিতে ঘোরাঘুরি করছে দুটি হাতি। হাতিগুলিকে তাড়ানোর সময় হঠাৎই তাঁদের চোখে পড়ে ধান জমির একেবারে পাশে পড়ে রয়েছে একটি মৃত হাতি।

ঘটনাটি জানাজানি হতেই দ্রুত খবর দেওয়া হয় বন দফতরে। পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত হাতিটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে হাতিটির মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা। এদিকে, নয়াগ্ৰাম এলাকায় একের পর এক হাতি মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে হাতির দল গ্রামে ঢুকে পড়ে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এমনকি, গ্রামবাসীদের হাতি তাড়ানোর জন্য প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হয় না বলেই অভিযোগ। তাদের দাবি, যথাযথ ব্যবস্থা না নিলে এমন দুর্ঘটনা আরও বাড়তে পারে।

Related Articles