রাজ্যের খবর

নদীয়ায় উদ্ধার আরও একটি বাঙ্কার, চাঞ্চল্য এলাকায়

Another bunker recovered in Nadia, sensitive area

Truth Of Bengal: আবারো নতুন করে মিলল আরও একটি বাঙ্কার। শনিবার সকালে সেই বাঙ্কারটি উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। জানা যাচ্ছে, এই নিয়ে মোট আমবাগান ও চাষের জমির একই এলাকা থেকে চারটি বাঙ্কার উদ্ধার করে তারা। যেই বাঙ্কারগুলিতে সাজানো ছিল বস্তা বস্তা ফেনসিডিল। আর ওই বাঙ্কারের উচ্চতা প্রায় ১০ থেকে ১২ ফুট, দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। যা একেকটি বড় বড় কন্টেইনারের সমান।

এরপর বিএসএফ জওয়ানরা একে একে মাটির নিচে থেকে ওই বাঙ্কারগুলিকে উদ্ধারের কাজ শুরু করে। কিন্তু এই ঘটনায় শনিবার সকাল থেকেই বিএসএফের মড়িয়া প্রচেষ্টা চললেও, স্থানীয় পুলিশ প্রশাসনের দেখা নেই ঘটনাস্থলে। বিএসএফের তরফ থেকে বারংবার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলেও এখনও ঘটনাস্থলে উপস্থিত হয়নি স্থানীয় পুলিশ প্রশাসন। এরপর এই বাঙ্কারগুলিকে উদ্ধারের কাজে নিযুক্ত করা হয়েছে জেসিবি।

বাঙ্কারগুলি অত্যাধিক ভারী হওয়ার জন্য সেইগুলিকে তুলতে হাইডারের সাহায্য নেওয়া হতে পারে বলে এমনটাই খবর মিলেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে, এত বাঙ্কার উদ্ধার হওয়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এরপর এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় বিশিষ্ট সমাজসেবী শ্রী স্বপন কুমার ভৌমিক পৌঁছান। তিনি এই বিষয়ে পুলিশ প্রশাসনকেই দায়ী করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলছে অথচ পুলিশ জানতে পারে না এটা হতে পারে না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, পুলিশের এই ব্যাপারে তৎপর হওয়া উচিত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

Related Articles