রাজ্যের খবর
ফের বোমা উদ্ধার বীরভূমে! আতঙ্কে এলাকাবাসী
Another bomb recovered in Birbhum! Locals in panic

Truth Of Bengal: উদ্ধার হল বোমা। এই বোমা মিলেছে লাভপুর ব্লকের কীর্নাহার থানার ঠিবা অঞ্চলের কল্যাণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগ থেকে চার থেকে পাঁচটি বোমা মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। সূত্র মারফত আর জানা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় দুষ্কৃতিকারীরা বসে এই বোমাগুলি বেঁধেছিল। আরও জানা যায়, খবরের কাগজ, খড়, সুতলি দড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে পুলিশ। এরপর এই খবর ছড়িয়ে পরতেই আতঙ্কের সৃষ্টি হয় ওই এলাকায়। এই মুহূর্তে ওই এলাকা ঘিরে রয়েছে পুলিশ।