রাজ্যের খবর
Trending

উল্টোডাঙার আবাসনে ডিজে-র তাণ্ডব, সুদীপকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ক্ষুব্ধ মমতার

Angry Mamata orders Sudip Bandyopadhyay to take action over DJ's rampage at Ultodanga's residence

The Truth Of Bengal : উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ের পরই একাংশের তৃণমূল সমর্থকরা উল্টোডাঙার আবাসনে ঢুকে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ।যেভাবে ডিজে বাজিয়ে উল্লাস প্রকাশ করা হয়,তাতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার কালীঘাটের বৈঠকে এই বিষয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো।মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন,সুদীপ বন্দ্যোপাধ্যায় যেন সেখানে যান।৩দিনের মধ্যে যেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়।

পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি নির্দেশ দেন,যেন আবাসনের বাসিন্দাদের কাছে দুঃখপ্রকাশ করেন।তৃণমূল নেত্রী বুঝিয়ে দেন,এই শব্দ তাণ্ডবের ঘটনায় তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে চান।রাফ অ্যান্ড টাফ মমতার এই নির্দেশ মেলার পরই সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে চান।কথা বলতে তত্পর হয়েছেন আবাসনের বাসিন্দাদের সঙ্গে। যাঁরা দলীয় কালচারের বাইরে গিয়ে তাণ্ডব শুরু করেছেন তাঁদের শো-কজ করার নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী।ফলে বিজয়-উল্লাসের নামে কোনওরকম দাদাগিরি তৃণমূল কংগ্রেস যে সহ্য করবে না তাও স্পষ্ট করে দিতে চান তৃণমূলের শীর্ষ নেতারা।

জানা গেছে,যে আবাসনে এই ঘটনা ঘটে সেটি মানিকতলা বিধানসভা এলাকার মধ্যে পড়ে। সেই মানিকতলা বিধানসভার উপ-নির্বাচন রয়েছে সামনেই।যারজন্য তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে আলাদা তত্পরতা শুরু করেছে।তবুও যাঁরা দলীয় লাইনের বাইরে গিয়ে কোনওরকম বিশৃঙ্খল আচরণ করছেন তাঁদের যে আগামীদিনে রেয়াত করা হবে না তাও পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা।

Related Articles