রাজ্যের খবর

চিতার হামলায় মৃত্যু এক বৃদ্ধার, ব্যাপক চাঞ্চল্য চা বাগানে

An old woman died in a cheeta attack

The Truth of Bengal: মাদারিহাট রেঞ্জের দলগাঁও চা বাগানের গাড়ি লাইনে চিতার আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের দলগাঁও চা বাগানে। বৃদ্ধাকে চা বাগানের ভেতরে টেনে নিয়ে যায় চিতা বাঘাটি।

তারপরই চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং দেখতে পায় বৃদ্ধার দেহটি অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা তিড়ঘড়ি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। ব্যাপক চাঞ্চল্য এলাকায় জুড়ে।

Related Articles