রাজ্যের খবর

মালদহ থেকে বেঙ্গালুরু যাত্রা শুরু করল অমৃত ভারত এক্সপ্রেস

Amrita Bharat Express

The Truth of Bengal: মালদহ স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গের কর্মপ্রার্থী ও চিকিৎসা করাতে যাওয়া মানুষজনের বিশেষ সুবিধা হবে এতে। ৪২ ঘণ্টায় মালদহ থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেনটি। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বলে রেলের অভিমত। ২২ কামরার এই ট্রেনে সাধারণ কামরা থাকছে ৮টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে।

শনিবার সকালে যাত্রা শুরু করে রবিবার রাতে এই ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। আজ অযোধ্যা থেকে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সব মিলিয়ে দুটি অমৃত ভারত এবং ৬টি বন্দে ভারতের উদ্বোধনের কথা রয়েছে। ট্রেনটিতে রয়েছে পুশ-পুল প্রযুক্তি। অন্যান্য সুবিধার পাশাপাশি এতে রয়েছে এলইডি লাইট, সিসিটিভি এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম।

যাত্রা পথে ট্রেনটি নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, অন্ডাল, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বালাসোর, কটক হয়ে বেঙ্গালুরু যাবে। ফিরতি পথে ট্রেনটি ১৩৪৩৩ বেঙ্গালুরু-মালদহ টাউন অমৃত ভারত এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে মঙ্গলবার দুপুর দেড়টায় ছেড়ে আসবে এবং বৃহস্পতিবার দিন বেলা ১১টায় মালদহ টাউন স্টেশনে পৌঁছবে। সাধারণ মেল এক্সপ্রেসের চেয়ে এই ট্রেনের ভাড়া ১৫ থেকে ১৭ শতাংশ বেশি হবে বলে জানা গিয়েছে।

Related Articles