রাজ্যের খবর

বাংলাদেশের সঙ্গে পশ্চিবঙ্গের তুলনা! অমিত মালব্যর বিরুদ্ধে FIR তন্ময় ঘোষের

নরেন্দ্রপুর থানায় এই মর্মে এফআইআর দায়ের করেছেন তিনি।

Truth Of Bengal: পশ্চিমবঙ্গে অশান্তির প্ররোচনা ও উসকানির অভিযোগ বঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষক এবং আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে। একটি ভিডিয়ো পোস্ট করে প্ররোচনামূলক ইঙ্গিত করেছেন অমিত মালব্য, অভিযোগ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র তন্ময় ঘোষের। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় এই মর্মে এফআইআর দায়ের করেছেন তিনি।

তাঁর অভিযোগে তিনি লিখেছেন অমিত মালব্যর এক্স হ্যান্ডলের পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত করা হয়েছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অসম্মানজনক ভাবে আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ পত্রে লিখেছেন তন্ময় ঘোষ।

প্রসঙ্গত, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে উত্তার পরিস্থিতি তৈরি হয়েছেসেখানে। আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা, আক্রান্ত সংবাদমাধ্যমও। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় শোক মিছিল বার হয়।

শাহবাগসহ বিভিন্ন জায়গায় চলে অবস্থান বিক্ষোভ এবং অশান্তি।মৌলবাদী বিক্ষোভকারীরা আক্রমণ করে একাধিক সংবাদপত্রের দফতর, ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয় সেখানে। ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটেও চালানো হয় ধ্বংসলীলা। এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, বাংলাদেশে আজ যে মৌলবাদীদের দাপাদাপি শুরু হয়েছে সেটাই আগামী দিনে বাংলার ভবিতব্য। একইসঙ্গে তিনি আক্রমণ শানিয়েছেন পশ্চিমবঙ্গের শাসকদলের বিরুদ্ধেও। বিজেপির আইটি সেলের প্রধানের এই পোস্টে রীতিমতো প্ররোচনাদেখছে তৃণমূল। এবার তাঁর বিরুদ্ধেই এফআইআর করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ।

Related Articles